"রবিবারে নৌকাডুবি উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণিল প্রয়াশ"
রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণিল প্রয়াশ"

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বর্ণিল ‘নৌকাডুবি’ উপন্যাস থেকে কিছু উক্তি প্রিয় পাঠকের সাথে শেয়ার করলাম-...
(ক) মানুষ তো ফুল কিংবা প্রজাপতি মাত্র নয় যে, ভালো দেখার বিচারটাই সর্বাগ্রে তুলিতে হইবে ।
(খ) ভুল হইতে, বেসুর হইতে, অক্ষমতা হইতে আনন্দ পাইবার শক্তি ভালোবাসারই আছে ।
(গ) প্রয়োজন রাজার মতো আপনার পুরা সময় লয়-আর ভালবাসা কাঙ্কাল ।
(ঘ) কতকগুলি জিনিস আছে, যা আপনার ঝোকেই অগ্রসর হয়ে পড়ে, তাহাকে আর পশ্রয় দিতে হয় না – বাড়িতে বাড়িতে আপনিই বাড়াবাড়িতে গিয়া পৌছায় ।
(ঙ) যেখানে নির্ভরতাও নাই, স্বাধীনতাও নাই, সেখানে প্রাণ বাঁচে কী করিয়া ।
(চ) আমার সঙ্গে যাহার বোঝাপড়ার কোনো সম্পর্ক নাই তাহাকে বুঝিতে চেষ্ঠা করাই ধৃষ্টতা । কিন্তু পৃথিবীতে দৈবাৎ এমন এক একটি মানুষ মেলে দৃষ্টিপাত মাত্রই যাহার সঙ্গে সম্বন্ধ স্থির হইয়া যায়।
(ক) মানুষ তো ফুল কিংবা প্রজাপতি মাত্র নয় যে, ভালো দেখার বিচারটাই সর্বাগ্রে তুলিতে হইবে ।
(খ) ভুল হইতে, বেসুর হইতে, অক্ষমতা হইতে আনন্দ পাইবার শক্তি ভালোবাসারই আছে ।
(গ) প্রয়োজন রাজার মতো আপনার পুরা সময় লয়-আর ভালবাসা কাঙ্কাল ।
(ঘ) কতকগুলি জিনিস আছে, যা আপনার ঝোকেই অগ্রসর হয়ে পড়ে, তাহাকে আর পশ্রয় দিতে হয় না – বাড়িতে বাড়িতে আপনিই বাড়াবাড়িতে গিয়া পৌছায় ।
(ঙ) যেখানে নির্ভরতাও নাই, স্বাধীনতাও নাই, সেখানে প্রাণ বাঁচে কী করিয়া ।
(চ) আমার সঙ্গে যাহার বোঝাপড়ার কোনো সম্পর্ক নাই তাহাকে বুঝিতে চেষ্ঠা করাই ধৃষ্টতা । কিন্তু পৃথিবীতে দৈবাৎ এমন এক একটি মানুষ মেলে দৃষ্টিপাত মাত্রই যাহার সঙ্গে সম্বন্ধ স্থির হইয়া যায়।
সুতরাং নির্মল ভালোবাসা, নির্মম নিয়তি, কঠিন বাস্তবতা, সামাজিক বন্ধন, পারিবারিক দাম্পত্য, দায়িত্ববোধ সর্বোপরি প্রণয়ের রহস্যময়তায় ভরপুর বিশ্বকবির নৌকাডুবি উপন্যাস। অসাধারণ অভিজ্ঞতা ও নিয়তির নির্মম বুনন নৌকাডুবি উপন্যাসে।
রবিবারে রবির সাথে
'নৌকাডুবি'তে আছি মিশে।
'নৌকাডুবি'তে আছি মিশে।