বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

"মনের বাড়িতে মন খারাপের অসুখ"

"মনের বাড়িতে মন খারাপের অসুখ"
                   - মো: রেজাউল আলম।
তুমি বললে, "চলে যাব আমি",
বলব কি তোমায়,...
যা ইচ্ছা হয় তোমার, বাঁধা কিভাবে দেই, তাই কর যা তোমার ভাল মনে হয়।
চলে যাওয়া পথে তাকিয়ে রব না আর,
কেন গেলে চলে ভাববো না আরেকবার,
মন খারাপের ঔষধ নিয়ে চলে গেলে বাড়ি,
মনের কি দিব দোষ।
তোমাকে খুজে পেতে মন চাইলেও,
হবো না ব্যাকুল।


সামান্যতমা তোমার অসামন্য ক্ষমা,
হৃদয় ভেঙ্গে যায়, ফিরবে কি নিরুপমা,
চায়ের কাপগুলোয় ধুলো আর ময়লা,
পোকা-মাকড় খেলা করে অন্ধকারে।
নিরুপমা তোমার রিনিঝিনি বিচরণ মনের বাড়িতে,
অনিদ্রা অবিরত বাস করে বর্তমানে,
মনের বাড়ির চারিপাশে, মন খারাপ ধরে ঘিরে।

চলে আসার পথে
ছিল না কোন বাঁধা,
জীবন যেখানে যেমন, ছুড়ে দেয় কাঁদা।
নিরব কেন তুমি, চলে যাওয়া নিরূপমা,
নি:সঙ্গ ঘরে ফিরে ফিরে দেখা।
টিভির ক্রিনে পড়ে আছে ময়লার জাল,
তোমার চ্যানেলগুলো পাল্টায় না কেও আর।

মনের জানালায় সুরের বিষন্ন বিচরণ,
চলার পথে বিষের কাঁটা,
মনের ভিতর গেঁথে থাকে সারাক্ষণ।
মন খারাপে নেই শান্তি, নেই সুখ,
নেই কাছের মানুষ,
তোমার চলে যাওয়া আমায় করেছে বিমুখ,
আজ মনের বাড়িতে মন খারাপের অসুখ।

--------------------
০৭ ডিসেম্বর, ২০১৬
দক্ষিণখান, উত্তরা, ঢাকা।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর -
আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম পর্যায়ের সকল বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে।
এ কাজে এদেশেরই রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর মূর্খ লোকেরা,
পাকিস্তানের মূর্খ সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে।
দু:খজনক হলেও সত্য, যারা তখনও মূর্খ ছিল এখনও মূর্খই রয়ে গেল। ...
কিন্তু বাংলাদেশকে দাবিয়ে রাখা যায়নি,
বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়ে আছে,
দাড়িয়ে রবে চীরকাল।

আর তাই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আমাদের শোক, আবেগ ও প্রেরণার অন্যতম প্রতিকি উৎস,
আমরা তোমাদের ভুলব না,
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি অশেষ শ্রদ্ধা...!