বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

আমার যাবার আগে তোমায় বলি

আমার যাবার আগে তোমায় বলি,
আকাশে চাঁদ, সূর্য, বা তাঁরা না থাকুক,
আমি থাকবো...
আকাশে তাকাইওনা তুমি।

সমুদ্রে বাতাস, ঢেউ, নোলা জল,
পানকৌড়ি, জাহাজ, পাখি না থাকুক,
আমি থাকবো...

সমুদ্রের পানে চাইওনা
সমুদ্রে তুমি যাইওনা।

_________
শুভ সন্ধ্যা

শনিবার, ২ নভেম্বর, ২০১৯

সূর্য ডুবে


বাড়ীর কিছু দূরে
সূর্যে যেনো দু:খ ডুবে,
বাড়ীর কবুতর ছাদে
নতুন অতিথির টানে।

০৩ নভেম্বর, ২০১৭।

সফরের আনন্দ

সফরে যে আনন্দ,
তা মনে হয় মিলনের চেয়ে বেশি।
সফরের যে প্রাপ্তি,
তা মনে হয় মিলনের প্রাপ্তির চেয়ে বেশি।
যে সফর শেষে মিলন ঘটে,
সে সফরের সফলতা নিশ্চিত।

________
শুভ সন্ধ্যা