রবিবার, ২৩ জুলাই, ২০২৩

তুমি ছাড়া আমি যে শূন্য

তোমার সনে কাটানো ক্ষণ তোমার কন্ঠের মধুর বচন তুমি আমার হৃদয়ের ঠিকানা, তুমি বিনে জীবন কভু মানিনা। তুমি ছাড়া আমি যে শূন্য তোমাতেই আমি সম্পূর্ণ। ঐ সূর্যস্নানে ঐ সমুদ্র জলে তুমি ঘিরে থাকো আমায় এ দূর্বা ঘাসে এ বাড়ির উঠোনে মিশে থাকে যেন আমার হৃদয়, তোমার ছোয়ায়। অপলক চাহনির আবেগঘন মুহুর্ত নীল আকাশের গভীর রহস্যময় আবরণ। কি উচ্ছলতা, কি অনুভুতি, কি আনন্দ, তুমি যে আমার স্বর্গ, তুমিই আমার অর্ঘ্য। তুমি ছাড়া আমি যে শূন্য তোমাতেই আমি সম্পূর্ণ। ------ ২৩.০৭.২০১৭, ঢাকা।