বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ওরফে শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক কিংবা চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্যতা আর নিজস্বতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। কিন্তু ক্ষণজন্মা এই অভিনেতা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার ভক্তকূলকে কাঁদিয়ে, এক দীর্ঘশ্বাস রেখে, না ফেরার দেশে চলে যান। আজ ৬ সেপ্টেম্বর তার প্রয়াণ দিবস।তিনি ছিলেন আমার আনন্দ ও অনুপ্রেরণা।তিনি আমাদের স্বপ্নের নায়ক।
তার স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধা ও নিরন্তর ভালোবাসা....
সালমান শাহকে উৎসর্গকৃত আমার এ ...কবিতা-
“সালমান শাহ”
- মোঃ রেজাউল আলম (রেজা) (Rezaul Alam)
বাংলাদেশ চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সম,
সালমান শাহ এক নাম, যা আনন্দ ও অনুপ্রেরণায় মম।।
কি নাকট, কি সিনেমা, তোমার নিজস্ব প্রতিভায় ছিল পদচারণা,
কি ভঙ্গি, কি স্টাইল, তোমার দেখানো মহিমায়ই সবার প্রেরণা।
তুমি নেই,
তোমাকেই চাই।
তোমার চাহনি, তোমার ভঙ্গি, বুকে জাগায় ভালোবাসা,
তোমার পোষাক, তোমার ঢঙ্গি, হৃদয়ে জাগায় অনুপ্রেরণা।
বিদায় বন্ধু হে মহানায়ক
তোমার সৃষ্টি হয়েছে স্বার্থক।
বাংলাদেশের বিনোদন জগতের তুমি উজ্জ্বল মহানায়ক,
সালমান শাহ একটি নাম, যে সর্বক্ষেত্রেই ভাস্বর কি চলচ্চিত্র ও কি নাটক।
প্রেমের চরিত্র, প্রেমিকের চরিত্র, ভালোবাসার উপখ্যানে অনন্য দৃষ্টান্ত তুমি সালমান,
দু:খের চরিত্র, বিরহের চরিত্র, আবেগঘন মুঢ়তাই তোমার ফুটিয়ে তোলার ধরন।
তুমি নেই বাস্তবে আমার,
তুমি আছো অন্তরে অন্তর।
তোমার চাহনি, তোমার ভঙ্গি, বুকে জাগায় ভালোবাসা,
তোমার পোষাক, তোমার ঢঙ্গি, হৃদয়ে জাগায় অনুপ্রেরণা।
বিদায় বন্ধু হে মহানায়ক
তোমার সৃষ্টি হয়েছে স্বার্থক।।
অসময়ে তুমি চলে গেলে হৃদয়ে আঘাত দিয়ে
তোমার চলে যাওয়া মেনে নেয়নি জনতা স্বাভাবিক ভাবে
হু হু করা কান্নায় খুজি তোমায়
তুমি আছো অনবদ্য তোমার নাটক ও সিনেমায়
তোমায় ভুলে থাকা মোদের হবেনা,
কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত তুমিই প্রেরণা।
তোমার চাহনি, তোমার ভঙ্গি, বুকে জাগায় ভালোবাসা,
তোমার পোষাক, তোমার ঢঙ্গি, হৃদয়ে জাগায় অনুপ্রেরণা।
বিদায় বন্ধু হে মহানায়ক
তোমার সৃষ্টি হয়েছে স্বার্থক।।
তার স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধা ও নিরন্তর ভালোবাসা....
সালমান শাহকে উৎসর্গকৃত আমার এ ...কবিতা-

- মোঃ রেজাউল আলম (রেজা) (Rezaul Alam)
বাংলাদেশ চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সম,
সালমান শাহ এক নাম, যা আনন্দ ও অনুপ্রেরণায় মম।।
কি নাকট, কি সিনেমা, তোমার নিজস্ব প্রতিভায় ছিল পদচারণা,
কি ভঙ্গি, কি স্টাইল, তোমার দেখানো মহিমায়ই সবার প্রেরণা।
তুমি নেই,
তোমাকেই চাই।
তোমার চাহনি, তোমার ভঙ্গি, বুকে জাগায় ভালোবাসা,
তোমার পোষাক, তোমার ঢঙ্গি, হৃদয়ে জাগায় অনুপ্রেরণা।
বিদায় বন্ধু হে মহানায়ক
তোমার সৃষ্টি হয়েছে স্বার্থক।
বাংলাদেশের বিনোদন জগতের তুমি উজ্জ্বল মহানায়ক,
সালমান শাহ একটি নাম, যে সর্বক্ষেত্রেই ভাস্বর কি চলচ্চিত্র ও কি নাটক।
প্রেমের চরিত্র, প্রেমিকের চরিত্র, ভালোবাসার উপখ্যানে অনন্য দৃষ্টান্ত তুমি সালমান,
দু:খের চরিত্র, বিরহের চরিত্র, আবেগঘন মুঢ়তাই তোমার ফুটিয়ে তোলার ধরন।
তুমি নেই বাস্তবে আমার,
তুমি আছো অন্তরে অন্তর।
তোমার চাহনি, তোমার ভঙ্গি, বুকে জাগায় ভালোবাসা,
তোমার পোষাক, তোমার ঢঙ্গি, হৃদয়ে জাগায় অনুপ্রেরণা।
বিদায় বন্ধু হে মহানায়ক
তোমার সৃষ্টি হয়েছে স্বার্থক।।
অসময়ে তুমি চলে গেলে হৃদয়ে আঘাত দিয়ে
তোমার চলে যাওয়া মেনে নেয়নি জনতা স্বাভাবিক ভাবে
হু হু করা কান্নায় খুজি তোমায়
তুমি আছো অনবদ্য তোমার নাটক ও সিনেমায়
তোমায় ভুলে থাকা মোদের হবেনা,
কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত তুমিই প্রেরণা।
তোমার চাহনি, তোমার ভঙ্গি, বুকে জাগায় ভালোবাসা,
তোমার পোষাক, তোমার ঢঙ্গি, হৃদয়ে জাগায় অনুপ্রেরণা।
বিদায় বন্ধু হে মহানায়ক
তোমার সৃষ্টি হয়েছে স্বার্থক।।