বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বৃষ্টি ভেজা পথে দাড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়
                                 - মোঃ রেজাউল আলম (রেজা)


বৃষ্টি ভেজা পথে দাড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়,
ধীরে ধীরে আমার মনপ্রাণ সঁপেছি তোমায়।।
তোমার ভালোবাসার নিশ্বাসে নিজেকে হারিয়ে,
এমন বর্ষায় তুমি ছাড়া কিছুই যেন পড়ে না মনে।


পকেটে ইকনো কলম হাতে সিকো ফাইভ ঘড়ি নিয়ে বর্ষায় দাড়িয়ে আমি,
এমনই এক বর্ষায় মনোলোভায় তুমি আমি কাছাকাছি, তখনই তোমার হয়েছি।
মোর চির সাথী তোমার সেই দিনটা মনে পড়ে,
বৃষ্টির মত তুমি ভাসিয়েছ যে মোরে।

বৃষ্টি ভেজা পথে দাড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়,
ধীরে ধীরে আমার মনপ্রাণ সঁপেছি তোমায়।।

অপেক্ষার প্রহরে, বৃষ্টি ভেজা ক্ষণে, ইকনো কলমে তোমায় দেব কি চিঠি,
বৃষ্টি ভেজা পথে সিকো ফাইভে তাকিয়ে তাকিয়ে সময় গুনব নাকি।
সময়গুলো স্রোতের গতিতে যাচ্ছে চলে,
আমি রয়েছি তোমার পথ চেয়ে।

বৃষ্টি ভেজা পথে দাড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়,
ধীরে ধীরে আমার মনপ্রাণ সঁপেছি তোমায়।।

বৃষ্টির মতই তুমি প্রেমের বানে ভিজিয়েছ মোরে,
অদ্ভুত ভালোবাসার নি:শ্বাসে তুমি আমার উচ্ছ্বাস উড়িয়ে।
প্রবল বৃষ্টির ঝাপটায় দুরের রিকসার পর্দার ফাঁকে সুরবালা মনে হলো,
কাক ভেজা আমি চোখে বৃষ্টি পানি মুছে তাকিয়ে দেখলাম তোমার উজ্জ্বল আলো।

বৃষ্টি ভেজা পথে দাড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়,
ধীরে ধীরে আমার মনপ্রাণ সঁপেছি তোমায়।।

সুরবালা তোমায় দেখে অপেক্ষার ক্লান্তি ভুলে ভরে উঠল মন প্রশান্তিতে,
ভেজা কণ্ঠস্বর, ভেজা মন, তোমায় পেলাম সে প্রভাতে।
মনোলোভায় বসে মুখোমুখি অপলক চাহনি,
তোমার সাথে জানু ভ্রমণের দিনগুলো কিভাবে ভুলি।

বৃষ্টি ভেজা পথে দাড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়,
ধীরে ধীরে আমার মনপ্রাণ সঁপেছি তোমায়।।
--------------


ঢাকা, বাংলাদেশ
০১ সেপ্টেম্বর, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন