বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

আমিত নই কবি
        -মোঃ রেজাউল আলম (রেজা)
Rezaul Alam

আমিত নই কবি,
কবি সেত নজরুল-রবি।
ছন্দের সাথে আছি আমি,
মাতৃ ভাষায় ছন্দ মিলাই।
আমিত নই কবি,
কবিতার স্রষ্টা নজরুল-রবি।।

আমিত মিল করে লিখি ছন্দে,
আছি সবার মাঝে আনন্দে।
বিধাতার রয়েছে দয়া,
সবার আশীর্বাদের ছোঁয়া।
আমিত নই কবি,
কবি সেত নজরুল-রবি।
ছন্দের সাথে আছি আমি,
মাতৃ ভাষায় ছন্দ মিলাই।
আমিত নই কবি,
কবিতার স্রষ্টা নজরুল-রবি।।

গ্রুপগুরুর রয়েছে নির্দেশনা,
আমার ছন্দ ও প্রবন্ধের প্রেরণা।
লিখতে আমি পারি না যদি বলেন কবি,
বলছেন আবার রাগ কইরেন না লিখেন সবই।
আমিত নই কবি,
কবি সেত নজরুল-রবি।
ছন্দের সাথে আছি আমি,
মাতৃ ভাষায় ছন্দ মিলাই।
আমিত নই কবি,
কবিতার স্রষ্টা নজরুল-রবি।।

বলেন যদি কবি তাহলে পাবো শরম
উল্টো পথের যাত্রি আমি লজ্জ্বায় হই গরম।
সবার দোয়ায় শুরু করেছি নজরুল-রবিকে অনুসরন পর্ব,
কবিতায় তারাই লিখেছেন সকল মর্ম, নজরুল-রবি আমার গর্ব।
আমিত নই কবি,
কবি সেত নজরুল-রবি।
ছন্দের সাথে আছি আমি,
আমিত নই কবি,
কবিতার স্রষ্টা নজরুল-রবি।।
মাতৃ ভাষায় ছন্দ মিলাই।

ঢাকা, বাংলাদেশ
৩১ আগস্ট, ২০১৬ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন