কবিতা ও ছন্দ রেজাউলের প্রবন্ধ
রবিবার, ২৩ জুলাই, ২০২৩
তুমি ছাড়া আমি যে শূন্য
তোমার সনে কাটানো ক্ষণ
তোমার কন্ঠের মধুর বচন
তুমি আমার হৃদয়ের ঠিকানা,
তুমি বিনে জীবন কভু মানিনা।
তুমি ছাড়া আমি যে শূন্য
তোমাতেই আমি সম্পূর্ণ।
ঐ সূর্যস্নানে
ঐ সমুদ্র জলে
তুমি ঘিরে থাকো আমায়
এ দূর্বা ঘাসে
এ বাড়ির উঠোনে
মিশে থাকে যেন আমার হৃদয়, তোমার ছোয়ায়।
অপলক চাহনির আবেগঘন মুহুর্ত
নীল আকাশের গভীর রহস্যময় আবরণ।
কি উচ্ছলতা, কি অনুভুতি, কি আনন্দ,
তুমি যে আমার স্বর্গ, তুমিই আমার অর্ঘ্য।
তুমি ছাড়া আমি যে শূন্য
তোমাতেই আমি সম্পূর্ণ।
------
২৩.০৭.২০১৭, ঢাকা।
সোমবার, ৭ জুন, ২০২১
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
শনিবার, ২ নভেম্বর, ২০১৯
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
অপেক্ষা
<---- অপেক্ষা ---->
"অপেক্ষা" শব্দের সংগে কষ্টের যোগ করলে,
যে শব্দটি পাওয়া যায় তাতে সুখ নেই।
"অপেক্ষা" শব্দের সংগে আনন্দের যোগ থাকলে,
সে অপেক্ষায় ক্লান্তি নেই।
কষ্ট যোগে অপেক্ষা
নাকি
আনন্দ যোগে অপেক্ষা?
তা নির্ধারণ করতে যদি তোমাকে বলি,
তুমি বাঁকা হাসি দিয়ে
বলবে অপেক্ষা, আমিও তো করি।
কতটা অপেক্ষায় রাখলে, আর অপেক্ষা মনে হবে না,
কতটা অপেক্ষায় থাকলে, আর অপেক্ষা করতে হবে না,
তা তো তুমিই বলতে পারো।
স্রোতের বিপরীতে অপেক্ষার সমুদ্রে আছি,
অথচ কারও কাছে অাক্ষেপ জানানোর উপায় কই।
-------------------------
২৭ অক্টোবর, ২০১৯
"অপেক্ষা" শব্দের সংগে কষ্টের যোগ করলে,
যে শব্দটি পাওয়া যায় তাতে সুখ নেই।
"অপেক্ষা" শব্দের সংগে আনন্দের যোগ থাকলে,
সে অপেক্ষায় ক্লান্তি নেই।
কষ্ট যোগে অপেক্ষা
নাকি
আনন্দ যোগে অপেক্ষা?
তা নির্ধারণ করতে যদি তোমাকে বলি,
তুমি বাঁকা হাসি দিয়ে
বলবে অপেক্ষা, আমিও তো করি।
কতটা অপেক্ষায় রাখলে, আর অপেক্ষা মনে হবে না,
কতটা অপেক্ষায় থাকলে, আর অপেক্ষা করতে হবে না,
তা তো তুমিই বলতে পারো।
স্রোতের বিপরীতে অপেক্ষার সমুদ্রে আছি,
অথচ কারও কাছে অাক্ষেপ জানানোর উপায় কই।
-------------------------
২৭ অক্টোবর, ২০১৯
রাতের সমুদ্রে...
যখন অশেষ কষ্ট আর ভালোবাসা ধারণ করা কঠিন,
তখনই কাউকে কষ্ট ও ভালোবাসা'র ভাগ দিয়ে দেয়া লাগে,
অথবা কারও কাছে জমা করা যদি যায়,
নিজেকে অনেক হালকা মনে হয়।
রাতের সমুদ্র তেমন একটি জায়গা আমার কাছে,
যাকে অশেষ কষ্ট আর ভালোবাসা দিয়ে আসা যায়।
রাতের সমুদ্রে ভালোবাসা আর কষ্ট উড়াই...
(রাতে কক্সবাজার কলাতলী বিচে, কিছু পূর্বে)
তখনই কাউকে কষ্ট ও ভালোবাসা'র ভাগ দিয়ে দেয়া লাগে,
অথবা কারও কাছে জমা করা যদি যায়,
নিজেকে অনেক হালকা মনে হয়।
রাতের সমুদ্র তেমন একটি জায়গা আমার কাছে,
যাকে অশেষ কষ্ট আর ভালোবাসা দিয়ে আসা যায়।
রাতের সমুদ্রে ভালোবাসা আর কষ্ট উড়াই...
(রাতে কক্সবাজার কলাতলী বিচে, কিছু পূর্বে)
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)