রবিবার, ২৩ জুলাই, ২০২৩

তুমি ছাড়া আমি যে শূন্য

তোমার সনে কাটানো ক্ষণ তোমার কন্ঠের মধুর বচন তুমি আমার হৃদয়ের ঠিকানা, তুমি বিনে জীবন কভু মানিনা। তুমি ছাড়া আমি যে শূন্য তোমাতেই আমি সম্পূর্ণ। ঐ সূর্যস্নানে ঐ সমুদ্র জলে তুমি ঘিরে থাকো আমায় এ দূর্বা ঘাসে এ বাড়ির উঠোনে মিশে থাকে যেন আমার হৃদয়, তোমার ছোয়ায়। অপলক চাহনির আবেগঘন মুহুর্ত নীল আকাশের গভীর রহস্যময় আবরণ। কি উচ্ছলতা, কি অনুভুতি, কি আনন্দ, তুমি যে আমার স্বর্গ, তুমিই আমার অর্ঘ্য। তুমি ছাড়া আমি যে শূন্য তোমাতেই আমি সম্পূর্ণ। ------ ২৩.০৭.২০১৭, ঢাকা।

সোমবার, ৭ জুন, ২০২১

তুই আসিস

তুই আসিস কাঁশবনে

দেব জোৎস্নাময় রাত

তারায় স্বাগত আলো

তোর দেহ ছুবে স্বর্গ।

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

আমার যাবার আগে তোমায় বলি

আমার যাবার আগে তোমায় বলি,
আকাশে চাঁদ, সূর্য, বা তাঁরা না থাকুক,
আমি থাকবো...
আকাশে তাকাইওনা তুমি।

সমুদ্রে বাতাস, ঢেউ, নোলা জল,
পানকৌড়ি, জাহাজ, পাখি না থাকুক,
আমি থাকবো...

সমুদ্রের পানে চাইওনা
সমুদ্রে তুমি যাইওনা।

_________
শুভ সন্ধ্যা

শনিবার, ২ নভেম্বর, ২০১৯

সূর্য ডুবে


বাড়ীর কিছু দূরে
সূর্যে যেনো দু:খ ডুবে,
বাড়ীর কবুতর ছাদে
নতুন অতিথির টানে।

০৩ নভেম্বর, ২০১৭।

সফরের আনন্দ

সফরে যে আনন্দ,
তা মনে হয় মিলনের চেয়ে বেশি।
সফরের যে প্রাপ্তি,
তা মনে হয় মিলনের প্রাপ্তির চেয়ে বেশি।
যে সফর শেষে মিলন ঘটে,
সে সফরের সফলতা নিশ্চিত।

________
শুভ সন্ধ্যা

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

ঋণ শোধ

ঋণ শোধে শদুয়েক টাকা ফেরত দিলা!?
অথচ ২০ বছরের-
নির্ঘুম রাত,
বুকে জমানো কষ্ট,
চোখের চাপা কান্না,
মনের গহীনে তোমায় রাখা,
চুপি চুপি সমুদ্রে কষ্ট উড়ানো,
নদীর জলে তোমায় খোজা,
বৃষ্টি হলে তোমায় ভাবা,
নীল আকাশে চেয়ে দেখা,
রাতের তারায় বিচরণ,
চাঁদের আলোয় সমীকরণ,
এসব কেমনে ফেরত দিবা?


বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

তোমায় লালন করা

তোমায় লালন করার পালঙ্ক নেই আমার,
তোমায় বেঁধে রাখার শক্ত বাঁধন নেই আমার।


----------------
শুভ সকাল
৩০ অক্টোবর, ২০১৯

যেতে যেতে আরও থেকে যেতে

যখন যেমন
যোজন যোজন
যেনো যুবা
যতনে যতনে
যদি তুমি কিছুক্ষণ কাছে
যেতে যেতে আরও থেকে যেতে....

- ২৮ অক্টোবর, ২০১৭

অপেক্ষা

<---- অপেক্ষা ---->

"অপেক্ষা" শব্দের সংগে কষ্টের যোগ করলে,
যে শব্দটি পাওয়া যায় তাতে সুখ নেই।
"অপেক্ষা" শব্দের সংগে আনন্দের যোগ থাকলে,
সে অপেক্ষায় ক্লান্তি নেই।

কষ্ট যোগে অপেক্ষা
নাকি
আনন্দ যোগে অপেক্ষা?

তা নির্ধারণ করতে যদি তোমাকে বলি,
তুমি বাঁকা হাসি দিয়ে
বলবে অপেক্ষা, আমিও তো করি।

কতটা অপেক্ষায় রাখলে, আর অপেক্ষা মনে হবে না,
কতটা অপেক্ষায় থাকলে, আর অপেক্ষা করতে হবে না,
তা তো তুমিই বলতে পারো।

স্রোতের বিপরীতে অপেক্ষার সমুদ্রে আছি,
অথচ কারও কাছে অাক্ষেপ জানানোর উপায় কই।


-------------------------
২৭ অক্টোবর, ২০১৯

রাতের সমুদ্রে...

যখন অশেষ কষ্ট আর ভালোবাসা ধারণ করা কঠিন,
তখনই কাউকে কষ্ট ও ভালোবাসা'র ভাগ দিয়ে দেয়া লাগে,
অথবা কারও কাছে জমা করা যদি যায়,
নিজেকে অনেক হালকা মনে হয়।

রাতের সমুদ্র তেমন একটি জায়গা আমার কাছে,
যাকে অশেষ কষ্ট আর ভালোবাসা দিয়ে আসা যায়।

রাতের সমুদ্রে ভালোবাসা আর কষ্ট উড়াই...



(রাতে কক্সবাজার কলাতলী বিচে, কিছু পূর্বে)