বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

অপেক্ষা

<---- অপেক্ষা ---->

"অপেক্ষা" শব্দের সংগে কষ্টের যোগ করলে,
যে শব্দটি পাওয়া যায় তাতে সুখ নেই।
"অপেক্ষা" শব্দের সংগে আনন্দের যোগ থাকলে,
সে অপেক্ষায় ক্লান্তি নেই।

কষ্ট যোগে অপেক্ষা
নাকি
আনন্দ যোগে অপেক্ষা?

তা নির্ধারণ করতে যদি তোমাকে বলি,
তুমি বাঁকা হাসি দিয়ে
বলবে অপেক্ষা, আমিও তো করি।

কতটা অপেক্ষায় রাখলে, আর অপেক্ষা মনে হবে না,
কতটা অপেক্ষায় থাকলে, আর অপেক্ষা করতে হবে না,
তা তো তুমিই বলতে পারো।

স্রোতের বিপরীতে অপেক্ষার সমুদ্রে আছি,
অথচ কারও কাছে অাক্ষেপ জানানোর উপায় কই।


-------------------------
২৭ অক্টোবর, ২০১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন