বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

ঋণ শোধ

ঋণ শোধে শদুয়েক টাকা ফেরত দিলা!?
অথচ ২০ বছরের-
নির্ঘুম রাত,
বুকে জমানো কষ্ট,
চোখের চাপা কান্না,
মনের গহীনে তোমায় রাখা,
চুপি চুপি সমুদ্রে কষ্ট উড়ানো,
নদীর জলে তোমায় খোজা,
বৃষ্টি হলে তোমায় ভাবা,
নীল আকাশে চেয়ে দেখা,
রাতের তারায় বিচরণ,
চাঁদের আলোয় সমীকরণ,
এসব কেমনে ফেরত দিবা?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন