বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

রাতের সমুদ্রে...

যখন অশেষ কষ্ট আর ভালোবাসা ধারণ করা কঠিন,
তখনই কাউকে কষ্ট ও ভালোবাসা'র ভাগ দিয়ে দেয়া লাগে,
অথবা কারও কাছে জমা করা যদি যায়,
নিজেকে অনেক হালকা মনে হয়।

রাতের সমুদ্র তেমন একটি জায়গা আমার কাছে,
যাকে অশেষ কষ্ট আর ভালোবাসা দিয়ে আসা যায়।

রাতের সমুদ্রে ভালোবাসা আর কষ্ট উড়াই...



(রাতে কক্সবাজার কলাতলী বিচে, কিছু পূর্বে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন