জীবন যেখানে দুইরকম
-মোঃ রেজাউল আলম (রেজা)
জীবন যেখানে দুইরকম, সেখানে দুঃখ-কষ্ট কিংবা সুখ-দু:খের ঘটে প্রকাশ,
জীবনের প্রথমভাগ শিশু-কৈশোর এবং দ্বিতীয়ভাগ যৌবন-বার্ধক্যের আশ।
প্রস্ফুটিত চারা গাছ বীজ থেকে বের হয়ে বড় হয়,
যৌবনের দীপ্তিময়তায় ফল দেয় অথবা ফুল দেয়।
কিছুগাছ যৌবনেই পরে ঝড়ে,
কিছু যুগযুগে মাটি থাকে আঁকড়ে।
জীবন যেখানে দুইরকম ভাবে চমকায়
সেখানে জীবন প্রকাশ পায় - মলিনতায় কিংবা উজ্জ্বলতায়।।
-মোঃ রেজাউল আলম (রেজা)
জীবন যেখানে দুইরকম, সেখানে দুঃখ-কষ্ট কিংবা সুখ-দু:খের ঘটে প্রকাশ,
জীবনের প্রথমভাগ শিশু-কৈশোর এবং দ্বিতীয়ভাগ যৌবন-বার্ধক্যের আশ।
প্রস্ফুটিত চারা গাছ বীজ থেকে বের হয়ে বড় হয়,
যৌবনের দীপ্তিময়তায় ফল দেয় অথবা ফুল দেয়।
কিছুগাছ যৌবনেই পরে ঝড়ে,
কিছু যুগযুগে মাটি থাকে আঁকড়ে।
জীবন যেখানে দুইরকম ভাবে চমকায়
সেখানে জীবন প্রকাশ পায় - মলিনতায় কিংবা উজ্জ্বলতায়।।
শিশুকালের এই আমি, কৈশরেতে ছিলেম সেই আমি,
যৌবনেতে তোমায় নিয়ে ঘর-সংসার, বার্ধক্যে রইবে কি সেই সংসারের সেই তুমি।
শিশু-কৈশরকাল তোমাবিহীন ছিলেম শান্ত,
যৌবনে তোমায় পেয়ে হইলেম অশান্ত।
কিছুকাল উত্তাপহীন জীবন,
কিছুকাল কর্মময় জীবন,
জীবন যেখানে দুইরকম ভাবে চমকায়,
সেখানে জীবন প্রকাশ পায় - মলিনতায় কিংবা উজ্জ্বলতায়।।
তুমি ছাড়া জীবন ও তুমিসহ জীবন, জীবনের দুইরকম সময় কাটল আনমনায়,
সখিগো তুমি হীনা অবেলা, সখিগো তোমার কাছে রয়েছি যে এবেলায়।
ঘরে ও বাইরে তোমাকে পেলে সুখের ভেলা মিলে,
যখন তুমি ছিলেনা মোর সনে সুখ কি ছিল ভেবেছি নির্জনে।
বাড়ির আঙ্গিনায় তোমার ভালোবাসার পদ চিহ্ন,
তোমাতে আমার নীল কষ্টগুলো করি বিদৃর্ণ।
জীবন যেখানে দুইরকম ভাবে চমকায়,
সেখানে জীবন প্রকাশ পায় - মলিনতায় কিংবা উজ্জ্বলতায়।।
স্থান: মতিঝিল, ঢাকা, ২৪ আগস্ট, ২০১৬।
যৌবনেতে তোমায় নিয়ে ঘর-সংসার, বার্ধক্যে রইবে কি সেই সংসারের সেই তুমি।
শিশু-কৈশরকাল তোমাবিহীন ছিলেম শান্ত,
যৌবনে তোমায় পেয়ে হইলেম অশান্ত।
কিছুকাল উত্তাপহীন জীবন,
কিছুকাল কর্মময় জীবন,
জীবন যেখানে দুইরকম ভাবে চমকায়,
সেখানে জীবন প্রকাশ পায় - মলিনতায় কিংবা উজ্জ্বলতায়।।

সখিগো তুমি হীনা অবেলা, সখিগো তোমার কাছে রয়েছি যে এবেলায়।
ঘরে ও বাইরে তোমাকে পেলে সুখের ভেলা মিলে,
যখন তুমি ছিলেনা মোর সনে সুখ কি ছিল ভেবেছি নির্জনে।
বাড়ির আঙ্গিনায় তোমার ভালোবাসার পদ চিহ্ন,
তোমাতে আমার নীল কষ্টগুলো করি বিদৃর্ণ।
জীবন যেখানে দুইরকম ভাবে চমকায়,
সেখানে জীবন প্রকাশ পায় - মলিনতায় কিংবা উজ্জ্বলতায়।।
স্থান: মতিঝিল, ঢাকা, ২৪ আগস্ট, ২০১৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন