সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

প্রকট ও প্রচ্ছন্ন
- মোঃ রেজাউল আলম (রেজা)
দুরন্তপনা মনে নিয়ে উড়ছি দেখ ঐ বাতাসে,
যেখানে তুমি কি আছো না নেই সকাসে-...
হিমেল হাওয়া,
ভিজা দুর্বাঘাসে পাওয়া,
একটু বসে ভাবি কিছু বলব তোমায় আড়ালে,
সেখানে তুমি কি আছো না নেই মোর অন্তরালে।

ভালোবাসার প্রকাশ তোমার অধরে পেয়েছিলাম,
নিশ্বাসে নিমগ্ন হয়ে রবীন্দ্রসংগীত গেয়েছিলাম-
জানালায় চাঁদ,
জ্যোৎস্না রাত,
মন্ত্রমুগ্ধ হৃদয়ে তোমাকে অনুভবে প্রকটভাবে পেলাম,
সেখানে তুমি কি ছিলে না নেই সবই প্রচ্ছন্নতার প্রলাম।
হৃদয়ে তোমাকে হারানোর ভয় তবুও মন নীরব রয়,
তোমার মন নিংড়ানো স্মৃতিতে মন্দির-মাজার হয়-
কাতর মন,
খোজে সারাক্ষণ,
প্রচ্ছন্নতার আবেশে কেন হারানোর বেদনা বুকে জাগে,
প্রকট হয়ে এসো কাছে, তুমি কি ছিলে না তুমি থাকবে।
স্থান- কর্মসংস্থান ব্যাংক ভবন, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০,
২৩ আগস্ট, ২০১৬।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন