
- কাজী নজরুল ইসলাম
আমার যাবার সময় হল দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।।
ফোটে যে ফুল আঁধার রাতে...
ঝরে ধুলায় ভোর বেলাতে।।
আমায় তারা ডাকে সাথী
আয়রে আয়
সজল করুন আঁখি তোলো দাও বিদায়
অন্ধকারে এসেছিলাম
থাকতে আঁধার যাই চলে
ক্ষনেক ভালবেসেছিলে চিরকালের নাই হলে
হল চেনা হল দেখা
নয়ন জলে রইল লেখা
দর বিরহী ডাকে কেকা বরষায়
ফাগুন স্বপন ভোলো ভোলো দাও বিদায়।।
-------------------------জবাব--------------------------
বিদায় নাহি দেব প্রিয় নজরুল তোমায়
- মোঃ রেজাউল আলম (রেজা) (Rezaul Alam)
বিদায় দিতে মন নাহি চায় বিদায় বেলায়,
ধুমকেতুর মত তোমার প্রকাশ, শুরু তোমার অগ্নিবীণায়।
নজরুলকে আমি বলেছি কবি কয় রবি বিশ্বকবি,
বিদায় নাহি দেব মোরা তুমিই যে মোদের শ্রেষ্ঠ জাতীয় কবি।
বিদায় নাহি দেব প্রিয় নজরুল তোমায়,
মনের চেতনায় রাখবো আগলায়।।
যাবার সময় হলেই গুরু যেতে নেই
তোমার র্কীর্তিতে রবে সকল দুয়ার খোলা এ ধরনীতেই
যে ফুল ফোটে দিনে রাতে
ঝরেণা অনেক ফুল দশ মাসেতে
তেমনি ফুল তুমি নজরুল
চলে গেলে মোরা হব ব্যাকুল।
বিদায় নাহি দেব নজরুল তোমায়,
মনের চেতনায় রাখবো আগলায়।।
-----------------------------
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতি অতল শ্রদ্ধা...
- মোঃ রেজাউল আলম (রেজা) (Rezaul Alam)
বিদায় দিতে মন নাহি চায় বিদায় বেলায়,
ধুমকেতুর মত তোমার প্রকাশ, শুরু তোমার অগ্নিবীণায়।
নজরুলকে আমি বলেছি কবি কয় রবি বিশ্বকবি,
বিদায় নাহি দেব মোরা তুমিই যে মোদের শ্রেষ্ঠ জাতীয় কবি।
বিদায় নাহি দেব প্রিয় নজরুল তোমায়,
মনের চেতনায় রাখবো আগলায়।।
যাবার সময় হলেই গুরু যেতে নেই
তোমার র্কীর্তিতে রবে সকল দুয়ার খোলা এ ধরনীতেই
যে ফুল ফোটে দিনে রাতে
ঝরেণা অনেক ফুল দশ মাসেতে
তেমনি ফুল তুমি নজরুল
চলে গেলে মোরা হব ব্যাকুল।
বিদায় নাহি দেব নজরুল তোমায়,
মনের চেতনায় রাখবো আগলায়।।
-----------------------------
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতি অতল শ্রদ্ধা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন