"নি:সঙ্গ কাক এবং আমি"
- মোঃ রেজাউল আলম
মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী,...
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।

মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী,...
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।
নদী বাহিত এ দেশ,
প্রিয় বাংলাদেশ।
প্রাণের নদী-মেঘনা নদী,
রূপের নেইকো শেষ!
কাঁশ ফুলে সাজানো নদীর দুই পাড়,
শ্যামল চরে নদীর স্রোতে ভেসেছে অপার।
মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী,
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।
একুলে তার বকের সারি,
ঐকুলে মোর মামার বাড়ি।
স্রোতের টানে সুরের টানে,
হৃদয়ে মোর ঢেউ আনে।
নদীর ঢেউয়ে ভাসছে জাহাজ-নৌকা,
সঙ্গে আরো ভাসে চিরচেনা কচুরিপানা।
মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী,
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।
মেঘনার ঘোলা পানি মনকে করে বাউলা,
চুল উড়িয়ে কাক তাড়িয়ে হয়ে যাই আউলা।
নদীর বুকে ইলিশের বাড়ি,
মাছ ধরার নৌকা সারি সারি।
প্রাণের দেশে,
অবুজ বেসে,
নদীর বুকে সারস পাখি উঠল হেসে।
মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।
মেঘনা নদী, চাঁদপুর
বৃহস্পতিবার, ১৩.১০.২০১৬
প্রিয় বাংলাদেশ।
প্রাণের নদী-মেঘনা নদী,
রূপের নেইকো শেষ!
কাঁশ ফুলে সাজানো নদীর দুই পাড়,
শ্যামল চরে নদীর স্রোতে ভেসেছে অপার।
মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী,
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।
একুলে তার বকের সারি,
ঐকুলে মোর মামার বাড়ি।
স্রোতের টানে সুরের টানে,
হৃদয়ে মোর ঢেউ আনে।
নদীর ঢেউয়ে ভাসছে জাহাজ-নৌকা,
সঙ্গে আরো ভাসে চিরচেনা কচুরিপানা।
মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী,
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।
মেঘনার ঘোলা পানি মনকে করে বাউলা,
চুল উড়িয়ে কাক তাড়িয়ে হয়ে যাই আউলা।
নদীর বুকে ইলিশের বাড়ি,
মাছ ধরার নৌকা সারি সারি।
প্রাণের দেশে,
অবুজ বেসে,
নদীর বুকে সারস পাখি উঠল হেসে।
মেঘনায় যেতে যেতে উড়ে এলো নি:সঙ্গ কাক,
একলা বসে ভাবছি আমি, দিবে কি সেই ডাক।
কুল কুল রবে ভেসে যায় বাউলা নদী
মন ভরিয়ে প্রাণ জুড়িয়ে কত সুন্দর ছবি।
মেঘনা নদী, চাঁদপুর
বৃহস্পতিবার, ১৩.১০.২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন