বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

জীবন শুকনো পাতায় মোড়া


আমি মাঝে মাঝে বাকরুদ্ধ হই
দেখে কেও মনে করে চিন্তা করি,
আমি কখনও কখনও অবাক থাকি
দেখে কেও ভাবে কষ্টে কাতর আছি।

জীবন শুকনো পাতায় মোড়া কোনো ছবি...
ঝড়ে গেলে- ভাবে কী কেও, মনে রাখে কী কেও?

শুকনো পাতার মতই এক সময় চলে যাবো...
দূরে বহু দূরে

২৫ ফ্রেব্রুয়ারি, ২০১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন