বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

আলোকিত - ৯৪

আলোর শ্লোগান ধারণ করে
আলোকিত হও আগে-
পালিয়ে যাবে আঁধার যতো
বন্ধু তোমার অনুরাগে...

মোর ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন
স্বপ্নে ছোটো ছোটো কবিতা,
কবিতায় কিছু কিছু গান
গানে সেই আলোকিত জীবন।


♥আলোকিত-৯৪♥
আলোকিত বন্ধুত্ব, আলোকিত মানবতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন