বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

আমার বন্ধুত্ব, সাজুর অপারে চলা যাওয়া

বন্ধু সাজুর (ছবিতে মাঝে) অকাল প্রয়াণে স্মৃতিচারণা কবিগুরু'র ভাষায়-
"বন্ধুত্ব আটপৌরে, ভালবাসা পোষাকী। বন্ধুত্বের আটপৌরে কাপড়ে দুই-এক জায়গায় ছেড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাটুর নীচে না পৌছিলেও পরিতে বারণ নাই। গায়ে দিয়া আরাম পাইলেই হইল। কিন্তু ভালবাসার পোষাক একটু ছেড়া থাকিবে না, ময়লা হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়াচাড়া টানাছেড়া তোলাপাড়া সয়, কিন্তু ভালবাসা তাহ সয় না।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন