#জন্মদিন_শুভদিন
- ছদরুল উলা।
রেজাভাইয়ে ভাবছে বসে--
''কি করি এই দিনে
জীবন আমার পূর্ণ যার
ভালবাসার ঋণে!
যার কোলেতে জন্ম নিল
সোনা-মানিক রাকিন
যার হাসিতে ঝলমলানো
আমার পুরো সাকিন!
শাড়ি-চুড়ি-গয়নাগাটি
আর কি কি যায় কিনা
আর কি পেলে খুশি হবে
রাকিনের মা লিনা?''
এমনতর ভাবনা কত
বাজায় খুশির বীণ
একটিমাত্র সোনা বউয়ের
আজকে জন্মদিন!
ভেবে ভেবে রেজা ভাইয়ের
ত্রাসে কাঁপে গাত্র
পত্নীপ্রেমের অনুরাগে
ঘুমায়নি কাল রাত্র!
অবশেষ রাখিন এসে
বললো ''বাবা এসো
আমার মায়ের জন্মদিনে
যত পার হেসো
মস্তবড় কেক কিনেছি
রকমারি খাবার
বসে বসে ভাবছো কেন
নেই যে সময় ভাবার!''
ছেলের অমন কাণ্ড দেখে
বাবার মুখে হাসি
জন্মদিনের খুশির জোয়ার
বইছে রাশি রাশি
সবাই মিলে গেয়ে চলে
জন্মদিনের গান
আমৃত্যুকাল সুখ-শান্তি
থাকুক বহমান।
------------------------------♥
পুনশ্চ: বন্ধুপত্নী লিনা ভাবীর জন্মদিনে শুভকামনা-----
"শুভ শুভ শুভ দিন
লিনা ভাবীর জন্মদিন
রাকিনের মা'র জন্মদিন
শুভ শুভ শুভ দিন।"
অসাধারণ কবিতায় কৃতজ্ঞতা:
গুরুজী কৃৃতজ্ঞতা
অপূর্ব কবিতা
অনবদ্য কথামালা
ধন্যবাদ দিলেম বুক ভরা।
-রেজা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন